Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৭ জুন ২০১৯

ট্রেনিং ইন্সটিটিউট

সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen's Charter)

দুদকে অভিযোগ করতে দুদকে স্থাপিত হট লাইন, ১০৬ (টোল ফ্রি)-তে কল করা যেতে পারে।

পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান
গণকবাড়ি, সাভার, ঢাকা - ১৩৪৯
ফোন: +৮৮-০২-৭৭৯০৭৯৪
ই-মেইল: ti_baec@yahoo.com

google-maps-abogados

 


Front view of the Training Institute
চিত্রঃ ট্রেনিং ইনস্টিটিউট, এইআরই, গণকবাড়ী, আশুলিয়া, সাভার-এর সম্মুখ ভাগের দৃশ্য।

ভূমিকা :

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একমাত্র ট্রেনিং ইনস্টিটিউটটি, গণকবাড়ী, আশুলিয়া, সাভারস্থ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান চত্তরে জুলাই, ২০০৬ থেকে জুন, ২০১১ সময়কালে নিয়মিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি বার্ষিক উন্নয়ন প্রকল্পের সাহায্যে "ইনস্টিটিউট ফর নিউক্লিয়ার সায়েন্স এন্ড টেকনোলজী:

১। ট্রেনিং ইনস্টিটিউট এন্ড ল্যাবরেটরী ফ্যাসেলিটিজ,

২। টেনডেম এক্সিলারেটর ফ্যাসেলিটিজ" শিরোনামের প্রকল্পের আওতায় অত্র ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। কমিশনে একটি সুনিদ্দিষ্ট ট্রেনিং ইনস্টিটিউট না থাকার কারনে ব্যবহার পূর্বক মানবসম্পদ উন্নয়নে বিশেষত: পরমাণু প্রযুক্তি নন্‌ ডেষ্ট্রাকটিভ পর্যবেক্ষন (এনডিটি), পারমাণবিক নিরাপত্তা এবং তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রন (এনএসআরসি), পারমানবিক চিকিৎসা, ইলেকট্রনিক্স ইত্যাদি ক্ষেত্রে কমিশনের বিভিন্ন ইনস্টিটিউট, সেন্টার এবং বিভাগে প্রশিক্ষণ প্রোগ্রাম আয়োজনের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার একটি দীর্ঘদিনের ঐতিজ্যবাহী ইতিহাস রয়েছে। অত্র ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার পূর্বে বিএইসি-তে একজন পরিচালক ও নামমাত্র কয়েকজন কর্মকর্তা/কর্মচারী নিয়ে একটি প্রশিক্ষণ বিভাগ ছিল। বর্ণিত বিভাগটি ফি-বছর বিএনওসি শীর্ষক একটি বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স এবং কমিশনের বাহিরে অন্য ইনস্টিটিউট বা সেন্টারে প্রয়োজনীয় প্রশিক্ষণ কোর্সে পাঠানোর মাধ্যমে কমিশনের কর্মকর্তা/কর্মচারীগনকে প্রশিক্ষিত করার জন্য মনোনয়ন প্রদানের মধ্যেই তাদের কার্যক্রম সীমাবন্ধ ছিল। অপরদিকে, আরসি, টিসি, মেক্সট, আইএইএ ইত্যাদির মাধ্যমে প্রাপ্ত বৈজ্ঞানিক প্রশিক্ষণ/উচ্চশিক্ষা প্রশিক্ষণ কোর্সের বহি:র্গমন কার্যক্রম কমিশনের আন্তর্জাতিক বিষয়ক বিভাগ কর্তৃক সম্পাদিত হয়। উপরোল্লিখিত প্রশিক্ষণ কর্মসুচী ছাড়াও পাবনা জেলার রূপপুর নামকস্থানে প্রতিষ্ঠিতব্য ১০০০ মেঘাওয়াটের দুটি পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় সংখ্যক প্রশিক্ষিত জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে অত্র ট্রেনিং ইনস্টিটিউট একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

উদ্দেশ্যঃ

  • কমিশনের ভৌত বিজ্ঞান, জীব বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগের কর্মকর্তাগণের শিক্ষানবীশকালে বেসিক নিউক্লিয়ার অরিয়েন্টেশন কোর্স এর আয়োজন যাহা উত্তীর্ণ হওয়া কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তাদের শিক্ষানবীশকাল অতিক্রান্ত হওয়াসহ বার্ষিক বেতন বৃদ্ধির একটি প্রধান পূর্বশর্ত।
  • ইন হাউজ, প্রয়োজন মাফিক মৌলিক পেশাভিত্তিক প্রশিক্ষণ কোর্স (বিপিএটিসি) আয়োজনপূর্বক কমিশনের সর্বশ্রেণীর কর্মকর্তা/কর্মচারীগণের প্রশিক্ষনদানসহ প্রস্তাবিত রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন ও পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যক প্রশিক্ষিত পরমাণু বিজ্ঞানী গড়ে তোলা।
  • ট্রেনিং ইনস্টিটিউটের বাইরে দেশের অন্যান্য স্থানে অবস্থিত ট্রেনিং ইনস্টিটিউটে কমিশনের কর্মকর্তা/কর্মচারীগণকে পাঠিয়ে প্রশিক্ষিত করার জন্য মনোনয়ন প্রক্রীয়া সম্পাদন করা।
  • প্রয়োজনের মুহুর্তে দেশের অন্যান্য বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক সংস্থা/শিল্প কলকারখানার কর্মকর্তা/কর্মচারীগণের জন্য শান্তিপূর্নকাজে পরমাণু শক্তির ব্যবহার সম্পর্কিত বিশেষ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা। 
  • বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন একটি বহুমাত্রিক গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান হিসেবে পারমানবিক এবং অন্যান্য বিজ্ঞান বিষয়ক জ্ঞান এবং অভিজ্ঞতাকে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সেমিনার, সিম্পোজিয়াম এবং ওয়ার্কশপ আয়োজন করা এবং সহযোগীতা প্রদান।
  • দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় এর সহযোগীতায় বিশেষত: পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি এবং অন্যান্য গবেষণা ও উন্নয়ন বিষয়ক একাডেমিক রিসার্চ প্রোগ্রাম এর মাধ্যমে এমফিল/পিএইচডি ডিগ্রী ও পোষ্ট ডক্টরাল পর্যায়ের প্রশিক্ষণের আয়োজন। 
  • দেশ বিদেশের সমপর্যায়ের প্রশিক্ষণ সংস্থার সাথে যোগাযোগ রক্ষা করা। 

অবকাঠামোগত সুযোগ সুবিধাঃ

  • রিসেপশন কক্ষঃ ট্রেনিং ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে নিচতলায় মোটামুটি মানানসই আয়তনের একটি আসবাবপত্র সজ্জিত রিসেপশন কক্ষ যেখানে সচরাচর অপেক্ষমান আগুন্তুক এবং প্রশিক্ষণার্থীগণ রেজিষ্ট্রেশন গ্রহণ করে থাকেন।
  • শ্রেণীকক্ষঃ ট্রেনিং ইনস্টিটিউটে প্রয়োজনীয় আসবাবপত্র সজ্জিত ২টি শিতাতপ নিয়ন্ত্রিত এবং অডিও ভিস্যুয়াল সুবিধাসমৃদ্ধ শ্রেণীকক্ষের প্রতিটিতে ৬০ জন শিক্ষার্থীর বসার সুযোগ রয়েছে।
  • শয়নকক্ষঃ ট্রেনিং ইনস্টিটিউটের ১ম ও ২য় তলের দক্ষিণ, পূর্ব, উত্তর ও পশ্চিম উইংজুড়ে রয়েছে আসবাবপত্র সজ্জিত, সংলগ্ন গোসলখানাসহ ৫৩টি সিঙ্গেল শয়ন কক্ষ যার মধ্যে ১৬টি শীতাতপ নিয়ন্ত্রিত শয়ন কক্ষ এবং ৩৭টি সাধারণ শয়ন কক্ষ রয়েছে। 
  • কনফারেন্স কক্ষঃ ট্রেনিং ইনস্টিটিউটের ১ম তলার পূর্ব উইং এ শীতাতপ নিয়ন্ত্রিত, মাল্টিমিডিয়া ও পাবলিক এড্রেস সিষ্টেমসহ ১৫জন বসার সুবিধাসমৃদ্ধ একটি কনফারেন্স কক্ষ বিদ্যমান আছে। 
  • সেমিনারকক্ষঃ অত্র ইনস্টিটিউটের ১ম তলার পূর্ব উইং-এ মোটামুটি উন্নত মানের আসবাবপত্র, শীতাতপ নিয়ন্ত্রন ব্যবস্থা, মাল্টিমিডিয়া ও পি এ সিস্টেমসহ ৭৫ জন বসার সুবিধাসহ ১টি মাঝারী সাইজের সেমিনার কক্ষ রয়েছে।
  • গ্রন্থাগারঃ ট্রেনিং ইনস্টিটিউট ভবনের নীচ তলার পূর্ব উইং এ প্রয়োজনীয় আধুনিক আসবাবপত্রসহ শীতাতপ নিয়ন্ত্রিত গ্রন্থাগারে রয়েছে প্রায় ৭০০ - ৮০০ শত জীব বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, প্রকৌশল ও পরমাণু বিজ্ঞান সম্পর্কিত মূল্যবান বই, জার্নালসমৃদ্ধ ১টি সীমিত পরিসরের গ্রন্থাগার আছে।
  • রান্নাঘর ডাইনিং কক্ষঃ ভবনের ১ম তলার পশ্চিম উইং এ রয়েছে রান্নাকরার যতসামান্য উপকরনাদিসহ একটি ছোট রান্নাঘর যার পাশেই আছে ১২ জন একত্রে বসে খাবার জন্য প্রয়োজনীয় আধুনিক আসবাব পত্রসহ ১টি ছোট খাবার ঘর।
  • প্রশাসনিক জিমন্যাসিয়ামঃ ট্রেনিং ইনস্টিটিউটের ১ম তলের পশ্চিম উইং এ অবস্থিত ছোট জিমন্যাসিয়ামে প্রশিক্ষণার্থীদের  ব্যায়াম করার জন্য রয়েছে কিছু ব্যায়াম করার উপকরন যার মধ্যে ক) মটরাইজড্‌ এবং মেগনেটিক ট্রেড মিল্‌ খ) মেগনেটিক বাইক, গ) জাম্প রোপ ঘ) হ্যান্ডগ্রিপ ঙ) চেষ্ট পুল ক্রস সিপ্রং ইত্যাদি প্রধান। 
  • প্রশাসনিক রিক্রিয়্যাশন কক্ষঃ ভবনের গ্রাউন্ড ফ্লোর এর পূর্ব উইং এর রিক্রিয়্যাশন কক্ষে কিছু ইনডোর গেমস এর সুযোগ সুবিধাসহ একটি এলসিডি মনিটরের টেলিভিশন বিদ্যমান।
  • প্রশাসনিক সেট আপসঃ ভবনের নিচ তলার প্রায় অর্ধেক জুড়ে মানসম্মত আসবাবপত্র সমৃদ্ধ বেশ কিছু প্রশাসনিক কক্ষ রয়েছে যেখানে পরিচালক ও কর্মকর্তা/কর্মচারীগণ প্রশাসনিক কাজ কর্ম সমাধা করে থাকেন।

 


টিআই এর একটি শ্রেনী কক্ষের চিত্র

টিআই এর কনফারেন্স কক্ষ

টিআই এর সেমিনার কক্ষের দৃশ্য

ট্রেনিং ইনস্টিটিউটের গ্রন্থাগার

ট্রেনিং ইনস্টিটিউটের জিমন্যাসিয়াম

শয়ন কক্ষের আভ্যন্তরীন দৃশ্য

২০১২ - ২০১৩ সালের কোর্স ক্যালেন্ডারঃ

ক্রঃ নং

প্রস্তাবিত কোর্সের শিরোনাম

যাদের জন্য প্রযোজ্য

প্রস্তাবিত সময়

১।

ফান্ডাম্যান্টাল কোর্স অন নিউক্লিয়ার পাওয়ার প্লেন্ট (FCNPP-1)|

কমিশনের পরমাণু বিজ্ঞানী/প্রকৌশলীবৃন্দ যারা প্রস্তাবিত রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের ওপারেটিং এবং রেগুলেটরী বডিতে কর্মরত আছেন এবং যাদের রাশিয়াতে উচ্চ শিক্ষা গ্রহণের সম্ভাবনা বিদ্যমান। 

০১ - ১৬ অক্টোবর, ২০১২ খ্রী. (২ সপ্তাহ)

২।

বেসিক কোর্স অন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ (BCRL-1)|

০৪ - ২২ b‡f¤^i, ২০১৩ খ্রী. (৩ সপ্তাহ)

৩।

নিউক্লিয়ার এন্ড রেডিওলজিক্যাল ইমাজেন্সি প্রিপেয়াডনেস কোর্স এট বিএইসি-১ (NREPCB-1)|

০৯ - ১৩ wW‡m¤^i, ২০১২ খ্রী. (১ সপ্তাহ)

৪।

এনভায়রনম্যান্টাল রেডিও একটিভিটি মনিটরিং কোর্স এট বিএইসি-১ (ERMCB-1)|

১৩ - ১৭ জানুয়ারী, ২০১৩ খ্রী.

 (১ সপ্তাহ)

৫।

রিএ্যাক্টর ইঞ্জিনিয়ারিং কোর্স এট বিএইসি-১ (RECB-1)|

১০ - ২১ফেব্রচয়ারী, ২০১৩ খ্রী.

(২ সপ্তাহ)

৬।

বেসিক নিউক্লিয়ার অরিয়েন্টেশন কোর্স-২০১৩ (BNOC-2013)|

 

০২-০৩-২০১৩ খ্রী. থেকে

৩০-০৫--২০১৩ খ্রী. (৩ মাস)

ক) ২০১২-২০১৩ অর্থ বছরের প্রশিক্ষণ কর্মকান্ড :

১ । বেসিক কোর্স অন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ-১ (BCRL-1) :

কোর্স ডাইরেক্টর/কো-অর্ডিনেটর

প্রশিক্ষক

প্রশিক্ষণার্থীর মোট সংখ্যা এবং ডিসিপ্লিন ভিত্তিক সংখ্যা

মন্তব্য

কোর্স ডাইরেক্টর :

ডঃ মোঃ জাহিদুর রহমান মজুমদার, পরিচালক,

ট্রেনিং ইনস্টিটিউট।

১। ডঃ মোঃ জয়নুল আবেদিন,

প্রাক্তন পরিচালক,

পরমাণু বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট, এইআরই, সাভার।

 মোট : ২৭

এসএসও/এসও/ইরঃ ১৭

উঃপ্রকৌ:/এসএইঃ ৪

ভূ-তত্ত্ববিদঃ ২

 

Certificate award ceremony of Russian Language Course 2013

 

৪ সপ্তাহব্যাপি পরিচালিত প্রশিক্ষণ কোর্সটি সফলভাবে সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণার্থীগণ রাশিয়ান ভাষার পঠন ও লিখনের উপর মোটামুটি সড়্গমতা অর্জন করেছেন। মৌলিক এবং উচ্চতর পর্যায়ের রাশিয়ান ভাষা শিক্ষা কোর্সের আয়োজন ভবিষ্যতেও করা হবে। সকল প্রশিক্ষণার্থীই কৃতকার্যতার সনদ লাভ করেছেন।

 


রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স ২০১৩ এর সনদপত্র বিতরনী অনুষ্ঠান

বিআরসিএল-এর সমাপনী অনুষ্ঠানের অতিথিদের সাথে প্রশিক্ষণার্থী বৃন্দ

নিউক্লিয়ার এন্ড রেডিওলজিক্যাল ইমাজেন্সি প্রিপেয়াডনেস কোর্স এট বিএইসি-১ (NREPCB-1)t

কোর্স ডাইরেক্টর/কো-অর্ডিনেটর

প্রশিক্ষকবৃন্দ

প্রশিক্ষণার্থীর মোট সংখ্যা এবং পর্যায় ভিত্তিক সংখ্যা

মন্তব্য

কোর্স জেনারেল কো-অর্ডিনেটর :

ডঃ মোঃ জাহিদুর রহমান মজুমদার, পরিচালক,

ট্রেনিং ইনস্টিটিউট।

 

Trainees of BRLC on dias with guest of closing ceremony.

কোর্স কো-অর্ডিনেটর :

 

মিসেস মেহেরচন নাহার

পিএসও, এনএসআরসিডি, বিএইসি, ঢাকা।

স্থানীয় প্রশিক্ষক : ৪

জাপানী প্রশিক্ষক : ২

মিঃ মাকোটো সাওয়াদা, পিই, এনইউএইচআরসিইসি, জেএইএ, জাপান।

২। ডাঃ মাকোটো আকাশি

এক্সিকিউটিভ

ডাইরেক্টর, এনআইআরএস, জাপান।

মোট : ৩৫

এসএসও/এসও : ২৫

উঃপ্রকৌ:/প্রকৌ: ৪

উঃ ভূ-তত্ত্ববিদ/ভূ-তত্ত্ববিদঃ ২

এসও : ২

ইও : ১

জেইও : ১

স্থানীয় প্রশিক্ষক :

১। প্রকৌ: মোঃ মাহবুবুর রহমান, সিই ও পরিচালক,

আইএডি।

২। রহমান সামিনা, সিএসও এবং পরিচালক, এনএসআরসিডি, বিএইসি।

৩। মিসেস মেহেরচন নাহার

পিএসও, এনএসআরসিডি

৪। সম্পা পাল, প্রকৌঃ এইচপিআরডব্লিউএমইউ, আইএনএসটি।

* আলোচ্য এফটিসি-১ কোর্সটি সফলভাবে সমাপ্ত হয়েছে এবং সকল  প্রশিক্ষণার্থী কৃতকার্য হয়ে সনদলাভ করেছেন।

 


NREPCB-1 এর উদ্বোধনী অনুষ্ঠানে মিঃ মাকোটো

NREPCB-1 এর সমাপনী অনুষ্ঠানের অতিথি ও প্রশিক্ষণার্থী বৃন্দ

 

এনভায়রনম্যান্টাল রেডিও একটিভিটি মনিটরিং কোর্স এট বিএইসি-১ (ERMCB-1)t

কোর্স ডাইরেক্টর/কো-অর্ডিনেটর

প্রশিক্ষক

প্রশিক্ষণার্থীর মোট সংখ্যা এবং পর্যায় ভিত্তিক সংখ্যা

মন্তব্য

কোর্স জেনারেল কো-অর্ডিনেটর:

ডঃ মোঃ জাহিদুর রহমান মজুমদার, পরিচালক

ট্রেনিং ইনস্টিটিউট।

কোর্স কো-অর্ডিনেটর:

মিসেস জান্নাতুল ফেরদৌস,

এসএসও, এইচপিডি, এইসিডি, ঢাকা।

স্থানীয় প্রশিক্ষক :৭

জাপানী প্রশিক্ষক : ২

১। মিঃ নবুইয়োশি আরাই, এনইউএইচআরডিইসি, জেএইএ, জাপান।

২। মিঃ টাকামিট্‌সু হাতুরী, এনইউ

এইচআরডিইসি, জাপান।

মোট : ২২

বিএইসি : ২০

ডিওই : ২

স্থানীয় প্রশিক্ষকবৃন্দ  :

১। ডঃ আলেয়া বেগম, সিএসও, এইসিডি।

২। ডঃ দেবাশীষ পাল, সিএসও, আইএনএসটি।

৩। ডঃ ইদ্রিস আলী, পিএসও, আইএনএসটি।

৪। মোঃ আশ্রাফুল হক, সিই, এইসিডি।

৫। মোঃ আশ্রাফুল ইসলাম, এসই, এইসিডি।

৬। ডঃ এম. সোহেলুর রহমান, এসএসও, এইসিডি।

৭। মিসেস জান্নাতুল ফেরদৌস,

এসএসও, এইসিডি, ঢাকা।

* ট্রেনিং ইনস্টিটিউটের সার্বিক সহযোগীতায় এফটিসি-২ কোর্সটি পরমাণু শক্তি কেন্দ্র, ঢাকাতে  সুসম্পন্ন হয়েছে। 

 


ERMCB- 1 এর প্রশিক্ষণার্থীবৃন্দ পরীক্ষা দিচ্ছেন

ERMCB- 1 এর সমাপনী অনুষ্ঠানে অতিথিবৃন্দের সাথে প্রশিক্ষণার্থীগন

 

রিএক্টর ইঞ্জিনিয়ারিং কোর্স এট বিএইসি-১ (RECB-1)t

কোর্স ডাইরেক্টর/কো-অর্ডিনেটর

প্রশিক্ষকবৃন্দ

প্রশিক্ষণার্থীর মোট সংখ্যা এবং পর্যায় ভিত্তিক সংখ্যা

মন্তব্য

কোর্স জেনারেল কো-অর্ডিনেটরঃ

ডঃ মোঃ জাহিদুর রহমান মজুমদার, পরিচালক,

ট্রেনিং ইনস্টিটিউট।

 

কোর্স কো-অর্ডিনেটরঃ

প্রকৌঃ মোঃ মেজবাহ উদ্দিন, উঃ প্রকৌঃ

রমু।

স্থানীয় প্রশিক্ষক  : ১৪

(প্রদর্শকের সংখ্যাসহ)

জাপানী প্রশিক্ষক : ২

১। ডঃ নবুও চাচামোটো, ইনসট্রাকটর অব নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ফিল্ড, জেএইএ, জাপান।

২। ডঃ টাকেসী সাকুরাই

ইনসট্রাকটর অব নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ফিল্ড, জেএইএ, জাপান। 

মোট সংখ্যা : ২৩

এসএসও/এসও : ১৬

উঃপ্রকৌ/প্রকৌ : ৬

ইও : ১

 

স্থানীয় প্রশিক্ষকবৃন্দ  :

১। ডঃ এম. সোহেলুর রহমান, পিএসও, এইসিডি।

২। জোয়াইরিয়া ইদ্রিস লিরিক, এসও, আইএনএসটি।

৩। প্রকৌঃ মোঃ মেজবাহ উদ্দিন, উঃ প্রকৌঃ, রমু।

৪। আনিসুর রহমান, এসও, রমু।

৫। প্রকৌঃ আশ্রাফুল হক, এসই, রমু।

৬। ডঃ মোঃ কবির হোসেন, এসএসও এনপিইডি, বিএইসি।

৭। মিঃ মাহবুবুর রহমান, এসএসও, এনএসআরসিডি।

* সময় ও পরিকল্পনা মোতাবেক এফটিসি-৩ কোর্সটি সুসম্পন্ন হয়েছে।

  বেসিক নিউক্লিয়ার অরিয়েন্টেশন কোর্স-২০১৩ (BNOC-2013) :

কোর্স ডাইরেক্টর/কো-অর্ডিনেটর

প্রশিক্ষকবৃন্দ

প্রশিক্ষণার্থীর মোট সংখ্যা এবং পর্যায় ভিত্তিক সংখ্যা

মন্তব্য

কোর্স পরিচালকঃ

ডঃ মোঃ জাহিদুর রহমান মজুমদার, পরিচালক,

ট্রেনিং ইনস্টিটিউট।

 

কোর্স কো-অর্ডিনেটরঃ

ডঃ আনন্দ কুমার দাশ,

পিএসও, আইএনএসটি।

ক) কমিশনের উর্দ্ধতন বিজ্ঞানীবৃন্দ।

খ) কমিশনের খ্যাতনামা অবসরপ্রাপ্ত বিজ্ঞানীবৃন্দ।

গ) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

 

মোট : ৩৫

এসও : ২৪

প্রকৌঃ ৩

এসও : ৬

জিওলজিষ্ট : ২

 

বিএনওসি-২০১৩ কোর্সটি সুচারুরূপে আয়োজিত হয়েছে এবং সকল প্রশিক্ষণার্থী অত্র কোর্সে কৃতকার্য হয়েছেন। 

খ) প্রশিক্ষণ ইনষ্টিটিউটের ২০১৩ -২০১৪ অর্থ বছরের প্রস্তাবিত কর্মপরিকল্পনা ঃ

ক্র:নং

প্রস্তাবিত কোর্সের শিরোনাম

যাদের জন্য প্রযোজ্য

প্রস্তাবিত সময়কাল

০১।

 

 

নিউক্লিয়ার এন্ড রেডিও লজিক্যাল ইমার্জেন্সি প্রিপেয়াডনেশ কোর্স  এট্‌ BAEC- (NREPCR-1)|

 

 

 

অপারেটিং এবং রেগুলেটরী বর্ডির পরমাণু বিজ্ঞানী এবং প্রকৌশলিবৃন্দসহ এতদসংক্রান্ত কাজে নিয়োজিত অন্যান্য সংস্থার কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ।

১ সপ্তাহ

(১৭ থেকে ২১ b‡f¤^i, ২০১৩ খ্রী:)।

০২।

বেসিক কোর্স অন রাশিয়ান ল্যাঙ্গুয়েজ-২ (BCRL-2)|

 

 

১ মাস

০১ থেকে ৩০ wW‡m¤^i, ২০১৩খ্রী:)।

০৩।

এনভায়রনম্যান্টাল মনিটরিং কোর্স এট্‌ BAEC-2(ERMC-2|

 

 

২ সপ্তাহ

(১৬ থেকে ২৭ ফেব্রচয়ারী, ২০১৪ খ্রী:)।

০৪।

রিএক্টর ইঞ্জিনিয়ারিং কোর্স এট্‌ BAEC-2 (RECB-2)|

 

 

২ সপ্তাহ

(১৬ থেকে ২৭ ফেব্রচয়ারী, ২০১৪ খ্রী:)।

০৫।

ট্রেনিং কোর্স অন রেডিয়েশন সেফটি ফর দি সায়েষ্টিষ্টস/ইকুইভেলেন্টস।

 

১ মাস

১৬ থেকে ২০ মার্চ, ২০১৪ খ্রী:)।

০৬।

এডমিনিশট্রেটিভ এন্ড ফাইনানশিয়াল ম্যানেজম্যান্ট কোর্স।

বিএইসি এর নবনিযুক্ত প্রশাসনিক ও হিসাব কর্মকর্তাবৃন্দ।

১ সপ্তাহ

(১৩ থেকে ২৪ এপ্রিল, ২০১৪ খ্রী:)।

০৭।

ফান্ডাম্যান্টাল কোর্স অন নিউক্লিয়ার পাওয়ার পস্ন্যান্ট।

আরএনপিপি এর ওপারেটিং এবং রেগুলেটরী বর্ডির পরমাণু বিজ্ঞানী ও প্রকৌশলীবৃন্দ।

২ সপ্তাহ

(১৮ থেকে ২৯ মে, ২০১৪ খ্রী:)।